শনিবার-৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এক মঞ্চে নগরবাউল, আর্টসেল, ক্রিপটিক ফেইট : ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২’

অনলাইন ডেস্ক
টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা রক ইভেন্ট ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২।’ সিনটিয়া এবং ফুল সার্কেল ক্রিয়েটিভস-এর আয়োজনে নগরবাউল জেমস, আর্টসেল, ক্রিপটিক ফেইট, এ্যাভোয়েডরাফা, বে অব বেঙ্গল, শার্পনেল মেথড, সোনার বাংলা সার্কাস, ক্যালিপ্সো, ক্রাঞ্চ-এর মতো জনপ্রিয় রক ব্যান্ডগুলো এবার পারফর্ম করবে।

আরো উপস্থিত থাকবেন দেশের কিংবদন্তী গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। আগামী ৫ অক্টোবর, ২০২৩ তারিখ, বৃহস্পতিবার বসুন্ধরায় অবস্থিত আইসিসিবি নবরাত্রি হল-এ বিকাল ৩:০০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত চলবে এই কনসার্ট।

কনসার্টে প্রায় পাঁচ হাজার ভক্ত সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। জনপ্রিয় ব্যান্ডগুলোর বিখ্যাত সব গান দিয়ে ইভেন্টের লাইন-আপ সাজানো হয়েছে। কনসার্টের টিকেট পাওয়া যাবে www.getsetrock.com এই ঠিকানায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype