শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দলে একটা জিনিসের অভাব দেখছেন যুবরাজ?

২০১১ বিশ্বকাপ জয়ী তারকা যুবরাজ সিং

অনলাইন ডেস্ক
ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। তারকায় পরিপূর্ণ ভারতের এবারের বিশ্বকাপ দল। ২০১১ বিশ্বকাপ জয়ী তারকা যুবরাজ সিং ঠিক এভাবেই বর্ণনা করেছেন উত্তরসূরিদের। কিন্তু দলে একটা জিনিসের অভাব দেখছেন তিনি। সেটা হলো যুজবেন্দ্র চাহালের অনুপস্থিতি। চাহাল না থাকায় দলে ওয়াশিংটন ‍সুন্দরকে অবশ্যই দরকার ছিল বলে মনে করেন তিনি।

ভারতের বিশ্বকাপ দলে রিস্ট স্পিনার কুলদীপ যাদব রয়েছেন, তবে নেই কোনো লেগ স্পিনার। চাহাল কিংবা সুন্দরকে নিয়ে সেই অভাব পূরণ করা উচিত ছিল বলে মত যুবরাজের। এ সম্পর্কে বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি দলে চাহালের প্রয়োজনীয়তা ছিল, একজন লেগ স্পিনার খুব দরকার।’

এশিয়া কাপের দলেও ছিলেন না চাহাল। বাদ পড়েন বিশ্বকাপ দল থেকেও। যদিও যুবরাজ ভেবেছিলেন চাহালের পরিবর্তে অন্তত সুন্দরকে হলেও নেয়া হবে। তার ভাষ্য, ‘চাহালকে বিশ্বকাপ দলে নেয়া হয়নি, ভেবেছিলাম তবে সুন্দরকে নেয়া হবে। কিন্তু দল হয়তো অভিজ্ঞতায় গুরুত্ব দিয়েছে, সে কারণেই অশ্বিন সুযোগ পেল।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype