শনিবার-১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ-৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চসিকের সাতটি স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চসিক মেয়র ও শিক্ষা উপমন্ত্রী

চসিকের সাতটি স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত সাতটি স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন। এরপর সবগুলো স্কুল পরিদর্শন করে উন্নয়ন কাজ উদ্বোধন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভবনা সম্পর্কে অবগত হন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, সলিমুল্যাহ বাচ্চু, জহর লাল হাজারী, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জালালুদ্দিন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার প্রমুখ।

অনুষ্ঠানে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, আগামীর প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমাদের শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণে মনোযোগ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় দেশের একমাত্র সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ৬৫ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে। মেয়র হিসেবে শিক্ষাখাতে অর্থ বরাদ্দকে ব্যয় নয় বরং বিনিয়োগ মনে করি। কারণ আগামীর প্রজন্ম শিক্ষিত ও দক্ষ হয়ে উঠলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ হবে।

প্রসঙ্গত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মোট ১৪ কোটি ৩৯ লাখ টাকার এ উন্নয়ন কার্যক্রমের মধ্যে আছে রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এবং চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ৬ তলা বিশিষ্ট ১-তলা একাডেমিক ভবন নির্মাণ, কৃষ্ণ কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাথরঘাটা মেনকা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬-তলা ভিত বিশিষ্ট ৬ তলা একাডেমিক ভবন নির্মাণ, লামাবাজার এ এ এস সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়

এবং ভুলুয়ার দিঘী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮-তলা ভিত বিশিষ্ট ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ এবং অর্পনাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২য়, ৩য় ও ৪র্থ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype