
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেছে ফ্রান্সে । এ উপলক্ষ্যে আওয়ামী লীগের সংগঠনের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছের সঞ্চালনায় একটি আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহেদ আলী, সহ সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, সহ সভাপতি অবনী চন্দ্র গোপাল, উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক অপু আলম, ফয়ছল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রবিউল ইসলাম, যুবলীগ নেতা কামরুল হাসান সেলিম, জয়নুল আবেদীন, ছাত্রলীগ নেতা আতিক আল হাসান, সুজেল আহমেদ, নাদিম হায়দার প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।