শুক্রবার-১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

প্রবাসীদের প্রতি আহ্বান উন্নয়ন ও অর্জন তুলে ধরতে পররাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক
সেন্টার ফর এনআরবি’র উদ্যোগে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশ শান্তিরক্ষী ও প্রবাসীদের মাধ্যমে ব্রান্ডিং’ শিরোনামের এই কনফারেন্সে বাংলাদেশের উন্নয়ন ও অর্জন তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, জাতিসংঘে নিযুক্ত আমেরিকার শান্তি বিষয়ক রাষ্ট্রদূত ড. সীমা কারাতনায়া ও সম্মানিত অতিথি ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা ।

সভাপতিত্ব করেন এনআরবি সেন্টারের চেয়ারপার্সন এমএস সেকিল চৌধুরী। নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মাহমুদ হাসান এমবিই ও শেখ আলিউর রহমান ওবিই। এছাড়া আরো বক্তব্য রাখেন সানোয়ার এ চৌধুরী, ইনা ইসলাম, এডভোকেট নাসির উদ্দীন, সার্জেন্ট এরশাদুর সিদ্দীক, ওয়াসেফ চৌধুরী, রোকন হাকিম, শাহি চৌধুরী, আদিব মালেক চৌধুরী, ফাতেমা প্রিসিলা ও তাসমী ইমলাক।
ড. মোমেন তার বক্তব্যে প্রবাসী ও শান্তি রক্ষীদের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে প্রবাসীদের অবদান রাখার আহ্বান জানান। এসময় ড. মশিউর রহমান বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সতেজ রেখেছে। তিনি বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান আজ স্বীকৃত।

সেকিল চৌধুরী তার বক্তব্যে বলেন, দেশে-বিদেশে রাজনৈতিক ভিন্নতা থাকলেও সকলকে নিয়েই এগিয়ে যেতে হবে। তিনি বলেন, দেশের মর্যাদা ও সাধারণ মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কনফারেন্সে বক্তারা দেশে-দেশে ও মানুষে-মানুষে সম্পর্ক জোরদার করা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের উপর জোর দেন। অনুষ্ঠানে জাতিসংঘের বিভিন্ন বিভাগ ও সংস্থার কমর্কতা ও নানা শ্রেশি-পেশার প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype