শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

একুশে পদকপ্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলায় আবুরখীল গ্রামের কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-এর সুযোগ্য মহাসচিব,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ নেতা, সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ-এর পুরোধা, ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া গত ১৬ আগষ্ট বুধবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।প্রয়াত ড. বিকিরন প্রসাদ বড়ুয়া দুই কন্যা সন্তান বিদেশে অবস্থান করছেন। ড. বিকিরন প্রসাদ বড়ুয়ার মৃত্যুতে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী এমপি,রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সাধারন সম্পাদক মোঃ হাবিুর রহমান সহ প্রেস ক্লারের নেতৃবন্দ্ব সহ রাউজানের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ্বরা শোক প্রকাশ করেন। ড. বিকিরন প্রসাদ বড়ুয়ার মৃত্যুতে বৌদ্ধ সম্প্রদায় সহ রাউজানে শোকের ছায়া নেমে এসেছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype