আল মামুন ঘিওর মানিকগঞ্জ :
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী দেওভোগ মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে “মরহুম আজিজুর রহমান কালু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ খেলায় অংশগ্রহণ করে মনসুর মাতব্বর স্মৃতি ফুটবল ক্লাব” বনাম “নাইন ব্রাদার্স”। কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি সিংজুরী ইউপি চেয়ারম্যান আবু মো: আসাদুর রহমান মিঠু। আব্দুস শুকুরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা টাইগার লোকমান, মফিজ উদ্দিন, আ: রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম প্রমুখ।