
জুবাইর চট্টগ্রাম।
নিউ খাজা ট্রান্সপোট এজেন্সি শুভ উদ্ভোদন করা হয়েছে । ঢাকা ও চট্টগ্রাম থেকে বিবিরহাট, রামগড় হেয়াকো, মানিক ছড়ি,গুইমারা,মাটিরাংগা,খাগড়াছড়ি, পানছড়ি,দীঘিনালা, মারিশ্যা,মাইনী পযন্ত মালামাল নিরাপদে পৌছে দেয়ার পরিপূর্ন সেবা দেয়ার লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা করেছেন বলে জানান কর্মকর্তারা । ১৫/১০/২০২০ ইং বৃহস্পতিবার
নিউ খাজা ট্রান্সপোট এজেন্সীর উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা জামশেদুল আলম। চট্টগ্রাম মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগ এর যুগ্ম আহবায়ক (সুক) সদস্য কে বি এম শাহজাহান এনায়েত বাজার ওয়াড সাবেক কাউন্সিলর ও জুবলি ও জুবলি রোড মারসেল এসোসিয়েশন এর সাবেক সভাপতি সলিমুল্লা বাচ্চু। চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা মানোয়ার জাহান মনি।বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা মো, সেলিম, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা মো,আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো,সেলিম,বিশিষ্ট ব্যবসায়ী এসকানন্দার ,বাংলাদেশ আওয়ামী চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকলীগ সদস্য পংকজ রায় প্রমুখ ।