শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানে রথযাত্রা উৎসবে নারী-পুরুষের ঢল

লোকমান আনছারী চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এই উৎসব পালিত হয় রাউজানে বিভিন্নস্থানে থাকা জগন্নাথ মন্দির ও ধাম সমূহে। উপজেলার সবচেয়ে বড় উৎসব পালিত হয়েছে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রমে। অনুষ্ঠান কর্মসূহীর মধ্যে ছিল জগন্নাথ দেব দেবীর পূজা, লীলা কীর্ত্তন, রথ যাত্রার শোভাযাত্রা ও মগা প্রসাদ বিতরণ। শোভা যাত্রায় হাজার হাজার নারী পুরুষ অংশ নিয়েছে। ২০জুন মঙ্গলবার বিকাল চারটায় ভ্যাচুয়ালী যোগদিয়ে রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল পালিত, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী, পৌর প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, ওসি তদন্ত ছিদ্দিকুর রহমান, কাউন্সিলর অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী, বাসু দেব সিংহ। মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ চক্রবর্তীর সভাপতিত্বে ও তপন দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, অশোক পালিত, ধীলন মুহুরী, সাংবাদিক প্রদীপ শীল, সাবেক ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, অনুপ চক্রবর্তী, সঞ্জিত মজুমদার, রণজিৎ শীল, সমীর শীল, বিজন চৌধুরী, ইমন সেন, বাসু পালিত, মিঠু চৌধুরী, বাটুল চৌধুরী প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype