বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মরহুম এ.বি.এম ফজলে রাব্বী চৌধুরীর ৩য় মৃত্যু বার্ষিকী আজ

লোকমান আনছারী চট্টগ্রাম 

আজ ৪ জুন (রবিবার) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্য্যকরি কমিটির সদস্য মরহুম এ.বি.এম ফজলে রাব্বী চৌধুরী মানিক এর ৩য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে সকাল সাড়ে দশটায় গহিরা বক্স আলী চৌধুরী বাড়িস্থ মরহুমের নিজ বাড়ির কবরস্থান সংলগ্ন জামে মসজিদে পবিত্র খতমে কুরআন, মিলাদ, দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। সকল শুভানুধ্যায়ীদের মরহুমের মাগফিরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এ.বি.এম ফজলে রাব্বী চৌধুরী-বিশিষ্ট রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান, সাবেক পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান জননেতা মরহুম আলহাজ্ব এ.কে.এম ফজলুল কবির চৌধুরী এবং মরহুমা সাজেদা কবির চৌধুরীর দ্বিতীয় সন্তান।উল্লেখ্য, গত ২০২০ সালের ৪ জুন (বৃহস্পতিবার) দুপুর ১২:৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন জনাব এ.বি.এম ফজলে রাব্বী চৌধুরী।তিনি জাতীয় সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি এর বড় ভাই।এ.বি.এম ফজলে রাব্বী চৌধুরী সক্রিয় রাজনীতি ছাড়াও বহু জনহিতকর কাজ ও সেবামূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype