নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলায় ১৩ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত আন্ত: ইউনিয়ন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে ৩নং ওয়ার্ড মাসুদ পারভেজ ফুটবল একাদশ। শুক্রবার (১৯ মে) বিকেল ৩টায় উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মাসুদ পারভেজ ফুটবল একাদশ ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তপন মল্লিক ফুটবল একাদশকে ২-১পরাজিত করে। এর আগে বিকেল ৪টায় বল দিয়ে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া। টুর্নামেন্ট কমিটির রুবেল বৈদ্য’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সদস্য আবদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি জাফর আহম্মদ, নোয়াপাড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা মনজুল হোসেন, জাহাঙ্গীর সিকদার। বক্তব্য রাখেন ইউপি সদস্য মুহাম্মদ সেকান্দর হোসেন, নুরুল ইসলাম, মুহাম্মদ সোহেল, সুনীল দাশ,খোরশেদ আলম,আবদুল রশিদ,শহিনুল হক, রঞ্জিত ভট্টাচার্য, নোয়াপাড়া লায়ন্স ক্লাবের সাবেক সদস্য জিন্নাত আলি,মুরাদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বেলাল উদ্দিন, কাউছার উদ্দিন লিটন, আবু বক্কর সওদাগর, আসিশ কুমার বৈদ্য সহ স্থানীয় ব্যক্তিবর্গ। চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ দঃ রাউজানের নোয়াপাড়ায় মিলন মেলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম এমপি নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। তিনি আরো বলেন, অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে।