
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে বঙ্গবন্ধু মৎস হেরিটেজ হালদা নদীতে ঘূর্নিঝড় মোখার প্রভাবে কক্সবাজার,চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকায় ১০ নাম্বার মহা বিপদ সংকেত দেওয়ার ফলে সাগর থেকে ছোট বড় শতাধিক জাহাজ, নানা রকম নৌযান ও বিভিন্ন মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য বঙ্গবন্ধু মৎস হেরিটেজ হালদা নদীতে এসে আশ্রয় নেওয়া অসহায় ৫০০ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির দিক নির্দেশনায় উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল এর সার্বিক সহযোগীতায় উরকিরচর সুজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি,উরকিরচর উচ্চ বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক দানবীর আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ আলীর অর্থায়নে গতকাল রবিবার রাতে এই খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মোহাম্মদ শরাফত আলী,উরকিরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য শেখ নুরুল আজিম জুয়েল,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি সালাউদ্দিন তালুকদার,ইউনিয়ন যুবলীগের বর্তমান সহ সভাপতি আমিনুল হক সোহেল,যুবলীগ নেতা মোরশেদ,আজম,নুরনবী,এরশাদ,ছাত্রলীগ নেতা এস এম সানাউল্লাহ,মোহাম্মদ রায়হান,আশরাফুল ইসলাম,শাকিল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।