বুধবার-৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ-১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৪ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করেছেন

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার কমনওয়েলথ দেশগুলোর সরকারপ্রধানদের সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে দুই সরকারপ্রধানের এ বৈঠক হয় বলে জানিয়েছে বাসস।

গত বছরের ২৫ অক্টোবর সুনাক দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই নেতার এ বৈঠক হয়।

এসময় পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূত হাই কমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।

এর আগে লন্ডনের পল মলে কমনওয়েলথ সচিবালয় মার্লবোরো হাউসে দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্ভ্যথনা জানান কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

সম্মেলনে রাজা তৃতীয় চালর্স সরকারপ্রধানদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন

লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে শুক্রবার জোটের দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে শুক্রবার জোটের দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এরপর লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটেনের রাজা ও রানীর রাজ্যাভিষেকের আগে সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

জাপানে দ্বিপক্ষীয় সফর ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদানের পর প্রধানমন্ত্রী এখন লন্ডনে রয়েছেন।

শনিবার রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তিনি বৃহস্পতিবার রাতে লন্ডনে পৌঁছান।

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরপরই যুক্তরাজ্যের রাজা হয়েছেন তৃতীয় চার্লস।

শনিবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ৪০তম ব্রিটিশ রাজা হিসেবে তার রাজ্যাভিষেক হতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে রাজমুকুট উঠবে তার মাথায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালে লন্ডনে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেছিলেন এবং রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype