
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে আবুরখীল জনকল্যান সংগীত বিদ্যা নিকেতনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,মরণোত্তর ও গুনিজন সংম্বর্ধনা,পুরুস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে
বঙ্গবন্ধু গবেষণা সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার বড়ুয়া বলেছেন,মুক্তিযোদ্ধে, সাংস্কৃতিতে, চিকিৎসা সেবা ক্রীড়াঙ্গনে শিক্ষায় গুরুত্বর্পুণ অবদান রেখে আসছে। মহান মুক্তিযুদ্বে আবুর খীল গ্রাম ছিল মুক্তিযোদ্বাদের নিরাপদ ঘাটি। স্বাধীনতা সংগ্রামের সময়ে আবুর খীল গ্রামে মুক্তিযোদ্বারা এসে আশ্রয় নিয়ে পাকহানাদার বাহিনী ও রাজাকার আল বদর বাহিনীর সদস্যদের সাথে যুদ্ব করে। পাকহানাদার বাহিনীর সাথে যুদ্ব করার সময়ে মদুনাঘাট এলাকায় মুক্তিযোদ্বা আবদুল মান্নান শহীদ হয়। শহীদ মুক্তিযোদ্বা আবদুল মান্নানের কবর দেওয়া হয় আবুরখীল গ্রামে। আবুর খীলের সন্তানেরা দেশের ক্রীড়াঙ্গনে, দেশ বিদেশের নাম করা শিক্ষা প্রতিষ্টানে শিক্ষকতা করছেন । দেশ ও বিদেশে আবুর খীল এলাকার অনেক কৃতি সন্তান চিকিৎসক হিসাবে চিকিৎসা সেবা ও সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছে । দেশের ক্রীড়াঙ্গনে রাউজানের আবুর খীল এলাকার সন্তানেরা ভুমিকা রেখে আসছে। আবুর খীল জনকল্যান সংঙ্গীত বিদ্যা নিকেতন প্রতিষ্টালগ্ন থেকে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক ভুমিকা রেখে আসছে। রাউজানের আবুর খীলের বীরত্বগাথা ইতিহাস যতদিন দেশ থাকবে ততদিন স্মরণীয় হয়ে থাকবে।২৯ এপ্রিল শনিবার বিকালে রাউজানের আবুর খীল অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. উত্তম কুমার বড়ুয়া এ সব কথা বলেন।অনুষ্টিত সভায় অনুষ্টানের উদ্বোধন করেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল।একুশে পদক প্রাপ্ত বরন্য শিক্ষাবিদ প্রফেসর ড. বিকিরন প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চলনায় অনুষ্টিত সভায় প্রধান আলোচক হিসাবে অগ্রনী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক বিজয় বড়ুয়া।সভায় সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, শিক্ষক হিরাধন বড়ুয়া, মৃনাল কান্তি বড়ুয়া, স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, ত্রীদিপ কুমার বড়ুয়, অলকেশ বড়ুয়া, লায়ন ছোটন বড়ুয়া,প্রফেসর মোজ্জামেল হক, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু, সাংবাদিক জুয়েল বড়ুয়া প্রমুখ। অনুষ্টানে ড. উত্তম কুমার বড়ুয়া সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুনিজন, সমাজ সেবক, সংঙ্গীত চর্চায় অবদানের জন্য ১৯ জনকে সম্মননা প্রদান করা হয়।অনুষ্টানে ক্রীড়া প্রতিযোগিতা ও নৃত্য, গান পরিবেশন করেন আবুর খীল জনকল্যান সংঙ্গীত বিদ্যা নিকেতনের শিক্ষার্থীরা। অনুষ্টান শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় ।