নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলায় বঙ্গবন্ধুর স্বপ্ন আইন সহায়তা দিবস পালন করা হয়েছে। ২৮ এপ্রিল শুক্রবার সকালে আইন সহায়তা দিবস উপলক্ষে রাউজান উপজেলা সিনিয়র জজ আদালতের সহাকারী জজ সুব্রত দাশের নেতৃত্বে আদালত ভবন থেকে বর্নাট্য র্যলী বের করা হয় । র্যালীটি রাউজান উপজেলা সদর প্রদিক্ষন শেষে পুনরায় আদালত ভবনে গিয়ে শেষ হয় । র্যালী শেষে রাউজান উপজেলা সিনিয়র জজ আদালতের আইনজীবি সমিতির অফিস কক্ষে রাউজান উপজেলা সিনিয়র সহকারী জজ আদালত এর সহকারী জজ সুব্রত দাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয় । আলোচনা সভায় দরিদ্র অসহায় মানুষকে বিনামুল্যে আইন সহায়তা প্রদান বিষয়ে আইনজীবিদের মধ্যে বক্তব্য রাখেন লিটন আচায্য, মুজিবুর রহমান, সাইফুল ইসলাম,শুভ্র সিংহ, সাইফুউদ্দিনসাহেদ, আনিকা সুলতানা,প্রত্যাশী কো অডিনেটর আরিফুল ইসলাম, রাউজান উপজেলা সমাজ সেবা অফিসের ফিল্ড অফিসার নিখিল পাল। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, নয়ন চৌধুরী, শাবরিন আকতার, ইসরাত জাহান আনিকা, রাজু বৈদ্য, উজ্জল, নেপাল কৃষ্ণ শীল, মিলন ধর, মিলন নাথ, আমিন শরীফ, বেলাল উদ্দিন, মোঃ ইউসুফ, বন্দন দাশ, সমীর তালুকদার, মোঃ মাসুদ, মোঃ সোলায়মান, মাহবুল আলম, জসিম উদ্দিন, শান্তি লাল ধর, বাসু ধর, নরেন্দ্র ধর, লাবলু দে প্রমুখ ।