নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাউজান উপজেলায় বদিউজ্জামান চৌধুরী বাড়ী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) বদিউজ্জামান চৌধুরী বাড়ি প্রাঙ্গনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সৈয়দ আলমগীর, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, বসুমিত্র বড়ুয়া, সরোয়ার আজাদ, মানিক বিকাশ বড়ুয়া, নেপাল মহাজন, বিনাজুরী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, নুর মিয়া, শিমুল বিশ্বাস আতাউল করিম টিপু, দিদরুল ইসলাম চৌধুরী, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. নুরুল আমীন চৌধুরী, মাওলানা মো. জাহেদ চৌধুরী, আরমান চৌধুরী, মোঃ জানে আলম, মো. সাদিকুল ইসলাম চৌধুরী, মো. আজিজুল ইসলাম চৌধুরী, মিজানুল ইসলাম চৌধুরী, মনিরুল ইসলাম চৌধুরী, আবু হেনা চৌধুরী, মো. রফিকুল ইসলাম চৌধুরী, মো. সাহাব উদ্দিন চৌধুরী মিটু, আরিফুল ইসলাম রুবেল, শহিদুল ইসলাম চৌধুরী প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ।