চট্টগ্রাম সার্কিট হাউসে কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি, দখল ও দূষণ রোধে প্রণীত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন, নগরের জলাবদ্ধতা নিরসন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়নসংক্রান্ত এক আলোচনা সভা শুক্রবার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন সরকার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের পরিকল্পনা করছে।
এটি নির্মিত হলে অর্থনৈতিক নতুন দ্বার উন্মোচিত হবে।
চট্টগ্রাম উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন আউটার রিং রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বঙ্গবন্ধু টানেল নির্মাণ কাজ শেষ হলে এ শহরে চাহিদা বিশ্বব্যাপী বৃদ্ধি পাবে ফলে দেশী-বিদেশী বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে।
তিনি আরো বলেন উন্নয়নের নামে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ করে শহরের সৌন্দর্য নষ্ট করা যাবে না যারা সরকারি জায়গা ও স্থাপনা দখল করে আছেন খুব শীঘ্রই অভিযান চালিয়ে তাদেরকে উচ্ছেদ করা হবে।