শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রমনায় বৈশাখের অনুষ্ঠান বিকেল ৪টার মধ্যে শেষ করতে হবে : ডিএমপি কমিশনার

রমনায় বৈশাখের অনুষ্ঠান বিকেল ৪টার মধ্যে শেষ করতে হবে : ডিএমপি কমিশনার

ইতিহাস ৭১ নিউজ ডেস্ক : পহেলা বৈশাখের অনুষ্ঠান ভোর ৬টা থেকে বিকেল ৪টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। বিকেল ৪টার পর রমনায় প্রবেশ করা যাবে না। বৈশাখ উদ্যাপন নির্বিঘ্নে রমনা এলাকাতেই ২৭০০ পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। পুরো রাজধানীজুড়ে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত থাকবে, শব্দ দূষণ করে এমন কিছু ব্যবহার না করতে নগরবাসীকে আহ্বান ও পহেলা বৈশাখে ব্যাগ নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রমনার বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ করে কমিশনার বলেন, পহেলা বৈশাখে ঢাকা শহরে জনসমাগম বেশি হতে পারে, এজন্য জনগণের চলাচলের জন্য রোড ম্যাপ করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সেটা জনগণের মাঝে পৌঁছে দিতে চাই এবং আপনারা দেবেন এমনটাই আশা করছি। জনগণ যাতে সহজে জানতে পারে কোন সড়ক এদিন তারা ব্যবহার করতে পারবেন, আর কোন সড়ক বন্ধ থাকবে।

জঙ্গি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আদালত থেকে দুই জঙ্গি ছিনতাই হয়েছে তার বদলতে আমরা ১০ জন ধরেছি। তারপরও সব কিছু নজরদারিতে রাখা হয়েছে। সরাসরি কোনো জঙ্গি হুমকি নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাঙালি হিসেবে মনে করি, বাঙালিদের দুই একটা বোমা দিয়ে দমন করা যাবে না। বাঙালি হচ্ছে বীরের জাতি। পাক হানাদার বাহিনী পারেনি, জঙ্গিরাও পারবে না। কাজেই কোনো জঙ্গি, কোনো শকুন আমাদের প্রতি নখ দেখাবে আর আমরা ভয় পাব, আমরা ওই জাতি না; আমরা বীরের জাতি।

ই৭১জে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype