বুধবার-৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ-১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৪ হিজরি

রামগড়ে বৈসু’র বর্ণিল শোভাযাত্রায় ত্রিপুরা জাতিগোষ্ঠী

রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড় (খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতা:

প্রতিবছরেরন্যায় নব আনন্দের বার্তা নিয়ে বৈসু উৎসব পালন করে আসছে ত্রিপুরা জাতিগোষ্ঠী। উৎসব আনন্দে জেগে উঠে উপজেলা রামগড় পাহাড়ে বসবাসরত ত্রিপুরা জাতি। পাড়ায় পাড়ায় বসেছে এক মিলন মেলা। এবারও তার ব্যতিক্রম নেই আয়োজন করা হয়েছে বৈসু’র নানান উৎসব। বুধবার (১২ এপ্রিল) সকালে বৈসু উপলক্ষে রামগড় লেকপাড়স্থ ” বিজয়ী ভাস্কর্য ” প্রাঙ্গন থেকে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। এসময় বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
এতে বিশেষ অতিথি থেকে শান্তির পায়রা উড়ান উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন,সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল মো: নাজিম উদ্দিন, ওসি মিজানুর রহমান, মিসেস চেয়ারম্যান ভৈরবী ত্রিপুরা, সাবেক ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা। অনুষ্ঠানে ললিত কিশোর ত্রিপুরার সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, রামগড় আঞ্চলিক শাখার সভাপতি হরিসাধন বৈষ্ণব ত্রিপুরা।

প্রাণের উচ্ছ্বাসে মনের রং আর আনন্দে পাড়ায় পাড়ায় উৎসবের আমেজ মেতে উঠে নানা বয়সের মানুষ। অরণ্যে ঘেরা সবুজ পাহাড় বর্ণিল ঐতিহ্যবাহী পোশাক আর কৃষ্টি, সংস্কৃতিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষগুলো সামিল হয় এ বৈসু উৎসবে।

এতে আয়োজন করা হয় ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য ও রংতুলি একাডেমীর পরিবেশনায় বৈসু’র শুভেচ্ছা নৃত্য।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype