
রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের আউশ ধান সার বিতরন করেন।রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার ৪শত কৃষকদের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরন করা হয়। ৬ এপ্রিল বৃহস্পতিবার রাউজান উপজেলা পরিষদ মাঠে কৃষকের মধ্যে আউশ ধান ও সার বিতরন অনুষ্টানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইনের সঞ্চলনায় আউশ ধান ও সার বিতরন অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুর রহমান।