
ইতিহাস ৭১ আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিনের বৈরিতা ভুলে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দীর্ঘ সাত বছর পর আমিরাতে রাষ্ট্রদূত নিয়োগ করেছে ইরান।
তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আমিরাতে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন রেজা আমেরি। এর আগে তিনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবাসী কার্যালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত আগস্টে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ ও তেহরানে রাষ্ট্রদূত নিয়োগের কথা জানায় আবুধাবি। এরপর ইরানের রাষ্ট্রদূত নিয়োগের এই তথ্য সামনে আসল।
২০১৬ সালের জানুয়ারিতে সৌদি আরব একজন বিশিষ্ট শিয়া ধর্মগুরুর মৃত্যুদণ্ড কার্যকর করে। এ ঘটনার জেরে ইরানের বিক্ষোভকারীরা তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে হামলা চালায়। ওই হামলার প্রতিবাদে আরব আমিরাতও ইরান থেকে কূটনৈতিক কার্যক্রম গুটিয়ে নেয়।
বিগত কয়েক বছর সৌদি আরব ও ইরানের মধ্যকার বৈরিতা উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল। একইসঙ্গে ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিশাল এলাকাজুড়ে সংঘাত ছড়াতে ইন্ধন জোগাতে সহায়তা করেছে। এসব বৈরিতা ভুলে গত মাসে চীনের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দেয় রিয়াদ।
দীর্ঘ কয়েক বছরের বৈরিতার পর ২০১৯ সালে ইরানের সঙ্গে আরব আমিরাত ফের যোগাযোগ শুরু করে। দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের অগ্রগতি হিসেবে এবার আমিরাতে রাষ্ট্রদূত নিয়োগ করল তেহরান।
ই৭১জে