রাউজান প্রতিনিধি
রাজধানী ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গভীর রাতে ঘটনাস্থলে ছুঁটে গিয়েছেন দেশের তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ও মানবিক রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। গত মঙ্গলবার রাত ৩ টায় সেখানে থাকা হাজারো ব্যবসায়ী, উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঝে সেহেরির খাবার বিতরণ করেন তিনি। অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকানপাটে সরাসরি গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন৷ সেখানকার হৃদয় বিদারক দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি৷ এর আগে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার কয়েক ঘন্টা পর নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিও’র মাধ্যমে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে একেবারে নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদেরকে পুনরায় ব্যবসা করার জন্য সহযোগিতা করতে নিজের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। বঙ্গবাজারে ভস্মীভূত এলাকা পর্যবেক্ষণ করার সময় ফারাজ করিম চৌধুরীর সাথে অর্ধশত স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন এবং তারা ব্যবসায়ীদের মালামাল উদ্ধারে সহযোগিতা করেন৷ এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন,”অতীতে দেশের সকল মানবিক বিপর্যয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের পাশে ছিল। বঙ্গবাজারের ক্ষয়ক্ষতির পরিমাণ বর্ণনাতীত। আমরা সকল দেশবাসীকে সাথে নিয়ে সর্বোচ্চ তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আবারো দিচ্ছি ইনশাল্লাহ। যেসব ব্যবসায়ী সবকিছু হারিয়ে পথে বসেছে তাদেরকে আমরা পরিপূর্ণ সহযোগিতা করবো ইনশাল্লাহ।