শুক্রবার-১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৭ই রজব, ১৪৪৬ হিজরি

বাজার মনিটরিংয়ে নামলেন রাউজান থানার ওসি

লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম :

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছেন রাউজান থানার ওসি।কিছু অসাধু ব্যবসায়ী প্রতি বছর বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে থাকে। আর সেটি নিয়ন্ত্রণ রাখতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ’র দিক নির্দেশনায় বাজার মনিটরিং করতে দেখা গেছে রাউজান থানা পুলিশের একটি দল। আর এতে নেতৃত্ব দেন রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন। ২৯ মার্চ বুধবার বিকেলে ওসি আবদুল্লাহ আল হারুন ফোর্স নিয়ে উপজেলার রমজান আলী হাট কাঁচা বাজার সহ বিভিন্ন দোকানে মনিটরিং করেন। এ সময় তিনি বাজারের প্রতিটি দোকানে নির্ধারিত মূল্য তালিকা ঝুলানো আছে কিনা তা খতিয়ে দেখেন। মনিটরিংয়ে থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল,স্থানীয় ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু সহ বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন গণমাধ্যমকে জানান, মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এসপি স্যারের নির্দেশনা পেয়ে বাজার মনিটরিংয়ে নেমেছি।রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং নিত্যপণ্যের মূল্য কারসাজি ও মজুদদারি ঠেকাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। সেইসঙ্গে কেউ কোনো সিন্ডিকেট তৈরি কিংবা মজুদ করলে ও নির্ধারিত মূল্য তালিকার বেশী পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।পাশাপাশি জনস্বার্থে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখাতে উপজেলা প্রশাসনের কর্তাদের নিয়মিত অভিযানে থানা পুলিশ প্রতিনিয়তই সহযোগিতা করে আসছে।বাজার মনিটরিং কাজ পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে বলে জানান থানার ওসি আবদুল্লাহ আল হারুন।

 

 

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype