রাউজান প্রতিনিধি :ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড দক্ষিণ রাউজান মডেল জোনের উদ্যোগে উরকিরচর শাখায় ২০২২ সালে কোম্পানী কর্তৃক সেরা এরিয়া প্রধান নির্বাচিত হওয়ায় এসভিপি সেলিম সামজেদ আশরাফীকে সম্বর্ধনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল লাইফ এর জোন প্রধান মোঃ আবুল কাশেম হিরুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান ও সিডিএ এরিয়ার প্রধান সেলিম সামজেদ আশরাফী। অনুষ্ঠানে
বক্তব্য রাখেন মোঃ হাসানুজ্জামান, নিলুআরা বেগম,চন্দন বড়ুয়া,ছৈয়দ হোসেন, মমতাজ বেগম,মনোয়ারা বেগম,কামরুন্নাহার, মোঃ ইদ্রিস ও মোঃ সেলিম উদ্দীন প্রমুখ।
সম্প্রতি ঢাকার বেইলি রোডের অফিসার্স ক্লাবে কোম্পানির জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি উৎসবে সেলিম সামজেদ আশরাফী কে সেরা এরিয়া প্রধান হিসাবে পুরস্কৃত করা হয়। এতে দক্ষিণ রাউজান মডেল জোনের পক্ষ থেকে সম্বর্ধনার আয়োজন করা হয়। প্রধান অতিথি এ বছরের বীমা দিবসে ন্যাশনাল লাইফকে সেরা বীমা কোং হিসাবে পুরস্কৃত করায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।