
ইতিহাস৭১ডেস্ক :
নিজ বাসভবন থেকে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বেতার বার্তার মাধ্যমে ঘোষণা দিলেন স্বাধীনতার। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর, ১৯৭১ সালের ২৬ শে মার্চ প্রথম প্রহর, সময়ঃ রাত ১২.২০ মিনিট।
আজ ২৬ মার্চ ২০২৩ খ্রিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে নগরীর মিউনিসিপ্যাল স্কুলের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
তারপর দামপাড়াস্থ ‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ এর শহিদ চত্বর ও সিএমপি সদর দফতরের ‘জনক চত্বর’এ জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন মান্যবর পুলিশ কমিশনার মহোদয়।
এসময় সিএমপি’র পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা মহোদয়সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।