শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

এলিটা কিংসলের বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হলো

ইতিহাস৭১ডেস্ক:
নাইজেরিয়ান থেকে বাংলাদেশের নাগরিকত্ব নেওয়ার পর থেকেই তাকে ঘিরে আগ্রহ ছিল ফুটবলপ্রেমীদের। অবশেষে অভিষিক্ত হলেন এই ফরোয়ার্ড।

সিলেটে সিশেলসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে আমিনুর রহমান সজীবের পরিবর্তে মাঠে নামেন কিংসলে।

২০২১ সালে নাইজেরিয়ান থেকে বাংলাদেশি নাগরিক হন এলিটা। তারপর থেকেই লাল-সবুজের জার্সিতে খেলার অপেক্ষায় থাকেন তিনি। অবশেষ সিশেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই স্বপ্ন পূরণ হলো তার। এর আগে ২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপে অস্কার ব্রুজোনের প্রাথমিক দলে থাকলেও সেবার খেলা হয়নি তার।

প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

সিশেলসের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ লড়ছে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে চলমান ম্যাচের প্রথমার্ধে লীড নিয়েছে স্বাগতিকরা। তারিক কাজীর গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

ম্যাচের ৪৩ মিনিটে গোল পায় বাংলাদেশ।

বক্সের একটু সামনে ফ্রি কিক নেন অধিনায়ক জামাল ভূঁইয়া। সিশেলসের ডিফেন্ডার বক্সের মধ্যে সেই শট হেডে ক্লিয়ার করতে গিয়ে বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজীর সামনে পড়ে। আনমার্কড থাকা তারিক কাজী হেডে বল জালে জড়ান।
তারিক কাজী ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার। এক বছরের বেশি সময় বাংলাদেশ জাতীয় দলে খেলছেন এই ডিফেন্ডার।

তপু বর্মণ ডিফেন্ডার হয়ে বেশ কয়েকটি গোল করেছেন। তারিক কাজী গোলের যাত্রা শুরু করলেন আজ।
শুরু থেকেই ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ ছিল। র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে সাত ধাপ পিছিয়ে সিশেলস। এরপরও ম্যাচে তারা প্রতিদ্বন্দিতা করেছে। ৪৩ মিনিটের গোল ছাড়া বাংলাদেশ গোলের মতো আরো দুইটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি।

সিলেট জেলা স্টেডিয়ামে দুই দলের প্রীতি ম্যাচের উদ্বোধন করেন বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype