শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাউজানে সুলতানপুর উচ্চ বিদ্যালয় বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি :চট্টগ্রামের রাউজান উপজেলায় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এস এস সি শিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীতে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের মনোয়ারা জাহাঙ্গীর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুলতানপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সমাজ সেবক আলহাজ্ব নুরুল আমীন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক মুহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আবদুল মোমেন শরীফ, পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্টন কুমার ঘোষ, প্রীতি মল্লিক, বিজন কান্তি বিশ্বাস, প্রণতি বড়ুয়া, শিক্ষক মো ফারুক হোসেন, রাউজান ইংলিশ স্কুলের পরিচালক গৌতম মল্লিক, শিক্ষক জয় ভট্টাচার্য্য। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মো. সেলিম উদ্দিন, কাজী মিজানুর রহমান, নাহিদা আকতার চৌধুরী, সাগরিকা বিশ্বাস, হরিদাশ পাল, পলাশ মুহুরী, লাকী আকতার। পরে সুলতানপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালের এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype