বিনোদন ডেক্স
কথাসাহিত্যিক ও গীতিকবি নিবাস বড়ুয়া’র কথায় বরেণ্য সুরকার অশোক চৌধূরী’র সুরে ও কোলকাতার স্বনামধন্য সঙ্গীত পরিচালক দেবাশীষ এর সঙ্গীতায়োজনে নির্মিত.”কত দীপ জ্বেলে রেখেছিলেমতুমি আসবে বলে…” গানের আর একটি মিউজিক ভিডিও শীঘ্রই আসছে গীতিকার নিবাস বড়ুয়া’র ইউটিউব চ্যানেলে।গানটির ভিডিও সম্পাদনা করেছে—
EL Media Recording Studio,Ctg. Bangladesh.গানটি গেয়েছেন কোলকাতার ( বর্তমানে আমেরিকায় বসবাসরত) তরুন প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী অনুরাধা দাশগুপ্ত। আশা রাখি,গানটির ভিডিও সবারই ভালো লাগবে বলে বিশ্বাস করেন গানটির গীতিকবি নিবাস বড়ুয়া ।