মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কত দীপ জ্বেলে রেখেছিলেম তুমি আসবে বলে. গানের মিউজিক এ্যালবাম প্রকাশিত

বিনোদন ডেক্স

কথাসাহিত্যিক ও গীতিকবি নিবাস বড়ুয়া’র কথায় বরেণ্য সুরকার অশোক চৌধূরী’র সুরে ও কোলকাতার স্বনামধন্য সঙ্গীত পরিচালক  দেবাশীষ এর সঙ্গীতায়োজনে নির্মিত.”কত দীপ জ্বেলে রেখেছিলেমতুমি আসবে বলে…” গানের আর একটি মিউজিক ভিডিও শীঘ্রই আসছে গীতিকার নিবাস বড়ুয়া’র ইউটিউব চ্যানেলে।গানটির ভিডিও সম্পাদনা করেছে—
EL Media Recording Studio,Ctg. Bangladesh.গানটি গেয়েছেন কোলকাতার ( বর্তমানে আমেরিকায় বসবাসরত) তরুন প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী অনুরাধা দাশগুপ্ত। আশা রাখি,গানটির ভিডিও সবারই ভালো লাগবে বলে বিশ্বাস করেন গানটির গীতিকবি নিবাস বড়ুয়া ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype