রাউজান প্রতিনিধি :চট্টগ্রামের রাউজান উপজেলায় আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান উত্তর গুজরা ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বর্তমান শিক্ষা বান্ধব সরকারের দুরদর্শী নেতৃত্বে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত সমাজ বিনির্মানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়াক্ষেত্রেও কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের মেধা জাতীয় পর্যায়ে তুলে ধরছে। ১৬ মার্চ বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক চন্দন খাস্তগীরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষা কর্মকর্তা শেখ আহমদ, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষু দে, সুব্রত কুমার হাজারী, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক নেজাম উদ্দিন রানা, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য খায়ের উল্লাহ, মোহাম্মদ হারুন।স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম। বক্তব্য রাখেন শিক্ষক শিব নারায়ন চৌধুরী, অপর্ণা বড়ুয়া, আকবর হোসেন, রুবেল মহাজন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।