শনিবার-৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ-২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাউজানে হযরত রুস্তম শাহ ফকির (রহ,) এর বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত

লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে মইশকরম এলাকার সুলতানুল আওলিয়া হযরত রুস্তম শাহ ফকির (রহ,)এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে হযরত রুস্তম শাহ জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে মসজিদ মাঠ সংলগ্ন ময়দানে এ বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।গত শুক্রবার এ উপ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন,খতমে গাউছিয়া,খতমে বুখারী শরিফ,মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ।প্রথম অধিবেশন বাদে জুমা খতমে কোরআন,খতমে গাউছিয়া ও খতমে বুখারী শরিফ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মাওলানা এস এম ফরিদ উদ্দিন আল কাদেরী,এতে অসংখ্য আলেম ওলামা মাশয়েখ গন উপস্থিত ছিলেন।বাদে মাগরিব মিলাদ মাহফিলে আলোচক হিসেবে তকরির করেন হযরত রুস্তম শাহ জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা কাজী শফিউল আজম আল কাদরী,এতে আরো আলোচক হিসেবে তকরির করেন হযরত রুস্তম শাহ জামে মসজিদের ইমাম মাওলানা হাসান রেজা আল কাদেরী।মসজিদ পরিচালনা কমিটির রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব,মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি ইলাহি বক্স তালুকদার,ইউপি সদস্য নুরুল আজিম জুয়েল,মোহাম্মদ নাছির উদ্দীন শাহ,ফজলুল রহিম,মোহাম্মদ ওহিদুল আলম সুজন শাহ,মোতাহের উদ্দিন,মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী,সৈয়দ নুর মোহাম্মদ,আকতার হোসেন,জুবায়ের রনি,এস এম আনোয়ার হোসেন,আলী হায়দার শাহ, হাসান,রাজু, আবদুল কাদের,মোহাম্মদ রকি,মোহাম্মদ মনছুর,রোকন উদ্দিন,মোহাম্মদ সোহেল শাহ,জাকারিয়া,মারুফ তালুকদার, মামুন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দরবারে কামালিয়ার শাহাজাদা মাওলানা ছৈয়দ হোসেন কামাল।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype