লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম :চট্টগ্রামের রাউজান উপজেলায় চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২মার্চ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অথিতি স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও টি কে গ্রুপ পরিচালক আলহাজ্ব মো: মোফাচ্ছেল হক।প্রধান শিক্ষক এস এম আলতাফ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক জাকের হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষক অমল কান্তি চৌধুরী,কাজল চৌধুরী, কামাল উদ্দিন, শাহনাজ বেগম,তানুপমা দাশ, সুজন দে, যুঁই দে,তাপস কুমার সরকার, কে এম আকবর হোসেন প্রমুখ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইভেন্টের মধ্যে রয়েছে ছেলেদের ৩০০ মিটার দৌড়, নারীদের ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ,বিস্কুট দৌড়,সুই সুতা দৌড়,চকলেট দৌড়,বেলুন ফুটানো,যেমন খুশি তেমন সাজো ও নৃত্য প্রতিযোগিতা।অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে পারলেই আজকের শিশুরা ভবিষ্যৎ এ ভালো কিছু করতে পারবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।