শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

এ্যাড ভিশন বাংলাদেশের উদ্যোগে নগরীতে বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন।

রতন বড়ুয়া : অমর ২১ ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এড ভিশন বাংলাদেশ কতৃক আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী ও পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসাবে পূর্বের ন্যায় নগরীর বিভিন্ন মোড়ে বৃক্ষ রোপণ এবং পরিচ্ছন্ন কার্যক্রমের অংশহিসেবে নগরীর কাজির দেউরি মোড়ে বাগান বিলাস এর সম্মুখে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র এম. রেজাউল করিম চৌধুরী সার্বিক সহযোগিতা ও আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এর পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এ্যাড ভিশন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সাজেদুল করিম মিল্টন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব সংগঠক সিজার বড়ুয়া।

বক্তারা বলেন বীর মুক্তিযোদ্ধা চসিক মেয়র এম.রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতা ও আওয়ামী লীগ নেতাহেলাল আকবর চৌধুরী বাবর এর পৃষ্ঠপোষকতার কারণে নগর বাসী বৃক্ষ রোপণের উৎসাহিত বোধ করবে। বৃক্ষের প্রতি নগর পিতার এমন চিন্তা চেতনা এই চট্টগ্রামকে প্রকৃতির নতুন মাত্রা দিতে সক্ষম হবে বলে মনে করি, তাই চলুন সকলে মিলে গাছা লাগাই– পরিবেশ বাচাাঁই।

,এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সংগীত শিল্পী মাসুদ রানার সভাপতিত্বে ও সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি নাসির বাঙালি, সহসভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক এম এ হাশেম প্রচার সম্পাদক মোহাম্মদ এরশাদ আলি,সহ-প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন,কবি ও আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দি সাংবাদিক ইমরান সোহেল প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype