
আল মামুন, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর বাজার থেকে এক নারীকে গাঁজাসহ আটক করেছে ঘিওর থানা পুলিশ। পুলিশ জানায়, রবিবার বিকেলে ঘিওর বাজারের খোরশেদ মিয়ার মুদি দোকানের সামনের থেকে কল্পনা রানী শীল (৪৫) কে তিনশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত মহিলার বাড়ি ঘিওর উপজেলার কুস্তা গ্রামে।
তার স্বামীর নাম অনন্ত শীল। এ ব্যাপারে ঘিওর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুর রহমান বলেন, আটককৃত কল্পনা রানী শীল দীর্ঘদিন যাবত গাঁজাসহ বিভিন্ন নেশাজাত দ্রবাদির ব্যবসা করতো। তার স্বামী ও সন্তানের বিরুদ্ধেও মাদক দ্রব্য আইনে একাধিক মামলা মানিকগঞ্জে কোর্টে বিচারধীন আছে।