শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শাস্ত্রীয় সংগীত বিদ্যাপীঠ “সুরতীর্থ” এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী

যীশু সেন: সুরের সাধনা মানুষকে করে মহীয়ান, সব অশুভ বুদ্ধি নাশ করে আলোর পানে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে।

গুরুর কাছ থেকে সংগীতাভ্যাস করা প্রয়োজন কারণ সংগীত গুরুমুখী বিদ্যা। আর গুরুর কাজ শিষ্যকে আলোক দানে সমৃদ্ধ করা সে কাজ করেছেন পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী।
গুরুর প্রতি মর্যাদা, অবিচল শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাস অটুট থাকুক এই প্রত্যাশা করি।
উচ্চাঙ্গ সঙ্গীতাঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব সংগীত গবেষক পন্ডিত নির্মলেন্দু চৌধুরীর প্রতিষ্ঠিত শাস্ত্রীয় সংগীত বিদ্যাপীঠ “সুরতীর্থ” এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৩ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৫:৩০ টায় চট্টগ্রামস্থ থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত “গুরু দক্ষিণা” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তারা উপরোক্ত একথা বলেন।
উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন আর্যসংগীত সুরেন্দ্র সংগীত বিদ্যাপীঠের উপাধ্যক্ষ পন্ডিত নির্মলেন্দু চৌধুরী। শিল্পী শাহরিয়ার খালেদ এর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। বাচিক শিল্পী প্রবীর পালের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী সুব্রত দাশ অনুজ।
আলোচনা সভা শেষে সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন সর্বশিল্পী- শ্রাবন্তী ধর, সমরজিৎ রায়, রিষু তালুকদার, সুব্রত দাশ অনুজ, দোলন চক্রবর্তী, গৌরী নন্দী, শাহরিয়ার খালেদ, কে.পি. দাশ বাবু, রঞ্জন দত্ত, রাজীব মজুমদার, হিমাদ্রী শেখর চৌধুরী, পিন্টু ঘোষ, অপর্ণা সেন, শুভ্রজিৎ চক্রবর্তী, নীলাদ্রি শেখর চৌধুরী, শিমূল দাশ, রিয়া দাশ, শুক্লা পাল কণিকা, প্রমা অবন্তি বিশ্বাস, হেলাল উদ্দিন, স্বস্তিকা দাশ, প্রিয়াঙ্কা দাশ অর্কি, সৈয়দা আনিকা ফেরদৌস, পূর্ণা দাশ, শ্রাবন্তী ধর তৃষা, রিপন দাশ, লোপা দাশ, নিবেদিতা তালুকদার, ঐশী রক্ষিত, আশীষ শীল, লিটন সেন ও রিমি সিংহা। তবলায় ছিলেন উৎপল দে, পলাশ দে, সানি দে, আশীষ দে ও রবিন চৌধুরী।
উদ্বোধনী সমবেত ধ্রুপদে পরিচালনায় ছিলেন কণ্ঠশিল্পী রিষু তালুকদার।তবলায় ছিলেন তবলাশিল্পী পলাশ দে। সমবেত ধ্রুপদে কণ্ঠে ছিলেন- গৌরী নন্দী, অমৃত চক্রবর্তী, সৌমি চক্রবর্তী, শৈবাল রায়, শান্তনু দত্ত, আশিষ শীল, প্রিয়ন্ত দাশ গুপ্ত, হিমাদ্রি গুহ, দীপান্বিতা দত্ত, অর্পিতা রক্ষিত, অপর্ণা দত্ত, সৈয়দা আনিকা ফেরদেসি,পূর্ণা দাশ, শর্বানী দস্তিদার, হিমাদ্রী শেখর চৌধুরী, সঞ্চিতা দস্তিদার, সহেলী চৌধুরী ও সৌমিক মজুমদার।
অনুষ্ঠানে পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর শিষ্যদের কণ্ঠে “এ আমার গুরু দক্ষিণা” গান দিয়ে শেষে করল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype