শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানে ওয়ালী শাহ্ সুলতান দরবেশ (র)’র ওরশ সম্পন্ন

 রাউজান প্রতিনিধি : হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারীর খলিফা অলিয়ে কামেল হযরত শাহসুফী শেখ মুহাম্মদ ওয়ালী শাহ্ সুলতান দরবেশ (র.) এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ রাউজানে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি দিনব্যাপী এ উপলক্ষে পশ্চিম রাউজান মাঝিপাড়া মাজার প্রাঙ্গনে পবিত্র খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল, পুস্পস্তবক অর্পন , তবররুক বিতরণ সহ নানা কর্মসূচী পালন করা হয়।ওরশ পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্ঠা ও রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে তকরির করেন মাওলানা ফোরকান আল কাদেরী, মাওলানা নুরুল আজিম হেলালী, হাফেজ রুহুল কাদের।

উপস্থিত ছিলেন ওরশ পরিচালনা পরিষদের সভাপতি ফজলুল কাদের, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসহাক ইসলাম, ওরশ পরিচালনা পরিষদের উপদেষ্ঠা এসএম লিটন, সাধরণ সম্পাদক মো.জসিম উদ্দিন, উপদেষ্ঠা এজাবত উল্লাহ্, মাহাবুল আলম, কাজী আফজল আহমদ, প্রচার সম্পাদক শামশুল আলম, মো.ফারুক, সহ সভাপতি ফোরক আহমদ, এসএম টিপু, মো.সেলিম, নুরুন নবী কোম্পানী, আবদুস সবুর, জাহাঙ্গীর আলম, ওসমান আলী, মো.সেকান্দার মিয়া, আবুল হাশেম, মো.তানভীর।

মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়।রাউজানে ওয়ালী শাহ্ সুলতান দরবেশ (র)’র ওরশ সম্পন্ন রাউজান প্রতিনিধি হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারীর খলিফা অলিয়ে কামেল হযরত শাহসুফী শেখ মুহাম্মদ ওয়ালী শাহ্ সুলতান দরবেশ (র.) এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ রাউজানে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি দিনব্যাপী এ উপলক্ষে পশ্চিম রাউজান মাঝিপাড়া মাজার প্রাঙ্গনে পবিত্র খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল, পুস্পস্তবক অর্পন , তবররুক বিতরণ সহ নানা কর্মসূচী পালন করা হয়।ওরশ পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্ঠা ও রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে তকরির করেন মাওলানা ফোরকান আল কাদেরী, মাওলানা নুরুল আজিম হেলালী, হাফেজ রুহুল কাদের। উপস্থিত ছিলেন ওরশ পরিচালনা পরিষদের সভাপতি ফজলুল কাদের, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসহাক ইসলাম, ওরশ পরিচালনা পরিষদের উপদেষ্ঠা এসএম লিটন, সাধরণ সম্পাদক মো.জসিম উদ্দিন, উপদেষ্ঠা এজাবত উল্লাহ্, মাহাবুল আলম, কাজী আফজল আহমদ, প্রচার সম্পাদক শামশুল আলম, মো.ফারুক, সহ সভাপতি ফোরক আহমদ, এসএম টিপু, মো.সেলিম, নুরুন নবী কোম্পানী, আবদুস সবুর, জাহাঙ্গীর আলম, ওসমান আলী, মো.সেকান্দার মিয়া, আবুল হাশেম, মো.তানভীর। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype