অনলাইন ডেস্ক : আগামী ৪ মার্চ শুরু হতে যাওয়া নারী আইপিএলে এবার যুক্ত হলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। জানা গেছে, তিনি নারীদের আইপিএলের প্রথম আসরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মেন্টর হিসেবে কাজ করবেন।
বুধবার ফ্র্যাঞ্জাইজি কর্তৃপক্ষ সানিয়ার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তার সঙ্গে অস্ট্রেলিয়ার বেন সাওয়ারের হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টিও জানিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সাওয়ার নিউজিল্যান্ড নারী দলের হেড কোচ এবং অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী নারী দলের সহকারী কোচ ছিলেন।
ভারতীয় গণমাধ্যম বলছে, এটিপি দুবাই ওপেন শেষে সানিয়া মির্জা টেনিসকে বিদায় বলবেন। এরপর আইপিএলের সঙ্গে যুক্ত হবেন ৩৬ বছর বয়সী এই তারকা।
নারীদের আইপিএলে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত সানিয়া জানান, ‘আমি কিছুটা বিস্মিত, তবে উচ্ছ্বসিতও। আমি তরুণ ওই নারী ক্রিকেটারদের জানাতে চাই যে, ক্রীড়াঙ্গন তাদের ক্যারিয়ারের প্রথম পছন্দ হতে পারে। পরবর্তী প্রজন্মকে জানাতে চাই যে, যত বাধাই আসুক নিজের ওপর বিশ্বাস রাখলে লক্ষ্য অর্জন সম্ভব।’
Discussion about this post