শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতা: রামগড় উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, ওসি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মফিজুর ররহমান প্রমুখ।

এছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারী কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ও হোটেল ব্যবসায়ী প্রতিনিধিসহ স্থানীয় প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে উপজেলার বিভিন্ন দোকানে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা, মেয়াদ উর্ত্তীন, ভেজাল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোন পণ্য যাতে বাজারে বিক্রি না হয় এবং পরিমাপে কারচুপি ঠেকানো বিষয়ে আলোচনার পাশাপাশি হোটেল রেস্তোরা গুলোতে যেন পরিস্কার পরিচ্ছন্নতা বজায় থাকে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype