শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বোয়ালখালীতে মোছলেম উদ্দীন এমপির জানাযায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক : দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমদ এমপির দ্বিতীয় নামাজে জানাযা বোয়ালখালী উপজেলা সদরের গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এ জানাযায় মানুষের ঢল নামে।

এর আগে ঢাকা থেকে দুপুর ২টায় কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে প্রয়াত এমপি মোছলেম উদ্দীনের মরদেহ নিয়ে আসা হয়। এ সময় হেলিকপ্টারে ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তার নেতৃত্বে বোয়ালখালী পৌঁছে হেলিকপ্টারটি।

হেলিকপ্টারে এমপির মরদেহ আসার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়রা প্রিয় নেতাকে এক নজর দেখতে ভীড় জমান। এরপর এম্বুলেন্স যোগে মরদেহ নিয়ে যাওয়া হয় এমপির নিজ বাড়ি পশ্চিম কধুরখীল গ্রামে। সেখানে পাড়া প্রতিবেশি ও আত্মীয়স্বজন দলে দলে আসতে থাকেন। এসময় অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।

সোমবার বিকেলে অনুষ্ঠিত জানাযায় মহানগর, জেলা-উপজেলার আওয়ামী নেতাকর্মীরা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ বীর মুক্তিযোদ্ধাকে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় জানাযায় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সিডিএর সাবেক চেয়ারম্যান মো. আব্দুচ ছালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নুরুন্নবী চৌধুরী, সদস্য সচিব ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান, কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি অধ্যাপক কানাই দাশ ও সদস্য ডা. অসীম কুমার চৌধুরী।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ১১টায় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। এর আগে সোমবার সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার এমপি মোছলেম উদ্দীন আহমদ মৃত্যুবরণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype