শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

দূর্বল ভুটানের মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ

অনলাইন ডেস্ক :  সাফ অনুর্ধ-২০ নারী চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টে আগামীকাল দূর্বল ভুটানের মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগ পর্বে চার জাতি টুর্নামেন্টের শেষ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। এর আগে বিকেল ৩টায় ভারত প্রতিদ্বন্দ্বিতা করবে নেপালের। এ দিন দুই ম্যাচের ফলাফলের ভিত্তিতে চুড়ান্ত হবে টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট। লিগ ম্যাচের শীর্ষ পয়েন্টধারী দুটি দল আগামী ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ফাইনাল খেলবে।
নেপালের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে টুর্নামেন্টের সুচনা করা বাংলাদেশ গতকাল গোলশুন্য ড্র করেছে আসরের অন্যতম ফেভারিট ভারতের সঙ্গে। ফলে দুই দলেরই সংগ্রহ এখন সমান ৪ পয়েন্ট করে । যদিও গোল ব্যবধানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত। কারণ এই ভুটানের বিপক্ষে ১২-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে সাফ মিশন শুরু করেছিল দলটি। সুতরাং তালিকার শীর্ষস্থান নিশ্চিত করতে হলে ভুটানের বিপক্ষে বাংলাদেশকেও পেতে হবে বড় ব্যবধানের জয়। এদিকে প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে হারলেও গতকাল ভুটানকে ৪-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তালিকার তৃতীয় স্থানে থাকা নেপাল।
আগামীকাল ভারতের কাছে নেপাল হারলেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশ-ভুটান ম্যাচের ফলাফল গুরুত্ব পাবে না। তবে নেপাল যদি ভারতকে হারিয়ে দেয় এবং বাংলাদেশ যদি ভুটানের কাছে হেরে যায় তাহলে জটিল সমীকরনের মোকাবেলা করতে হবে কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যদের। অবশ্য ভুটানের সঙ্গে ড্র করলেও ফাইনালে খেলার সুযোগ পাবে শামসুন্নাহার বাহিনী।
সবকিছু মিলিয়ে এই মুহুর্তে বেশ সুবিধাজনক অবস্থানেই রয়েছে বাংলাদেশ ও ভারত। কোন অঘটন না ঘটলে বাংলাদেশ ও ভারত যে টুর্নামেন্টের ফাইনালে খেলতে যাচ্ছে সেটি অনেকটাই নিশ্চিত। তারপরও ফুটবল গৌরবময় অনিশ্চয়তার খেলা। সেখানে কোন কিছুই আগাম বলার সুযোগ নেই।
এদিকে এখনো পর্যন্ত পয়েন্টের দেখা না পাওয়া ভুটানের বিপক্ষে কোন ধরনের সমীকরন নয়, জয়ের বিকল্প কিছু ভাবছেননা বাংলাদেশ দলের কোচ ছোটন। জয় নিয়েই মাঠ ছাড়তে চান তিনি। বাংলাদেশ কোচ বলেন, ‘ভূটান টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও তাদেরকে আমরা হাল্কাভাবে নিচ্ছি না। ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। তাই এ ম্যাচটিকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি।
ভূটানের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই আমাদের ফাইনাল নিশ্চিত হবে। তারপরও আমরা ম্যাচটি জিততে চাই। গত দুই ম্যাচে মেয়েরা ভালো পারফর্ম করেছে। শেষ ম্যাচে জয়ী হয়ে আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে উঠতে চাই। ’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype