শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ভুমিকম্পে নিহতের সংখ্যা আরও বাড়েতে পারে

অনলাইন ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজার ৬১৯ জন মানুষের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ১৬৫১ জন। অন্যদিকে আরেক রিপোর্টে বলছে, সিরিয়ায় মারা গেছে ৯৬৮ জন। এ খবর লেখা পর্যন্ত আল-জাজিরার সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়েতে পারে। তুরস্ক ও সিরিয়ায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।

তুরস্ক বিগত ৮৪ বছরের মধ্যে এত শক্তিশালী ভূমিকম্প দেখেনি। যা ১৯৩৯ সালে উত্তর-পূর্ব তুরস্কের ভূমিকম্পের মতো ছিল। তখন প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এছাড়া ১৯৯৯ সালে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইজমিতে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

 

সূত্র : আল-জাজিরাদ্য গার্ডিয়ান

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype