
আল মামুন ঘিওর মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে বেলা এগারোটার দিকে সিংজুরী ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়। তার বাড়ি উপজেলার সিংজুরী ইউনিয়নের বীর সিংজুরী (কাশেমপুর) গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর দাফনের আগে ঘিওর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, থানার ওসি তদন্ত মো. জাকির হোসেন, সিংজুরী ইউপি চেয়ারম্যান আবু মো: আসাদুর রহমান মিঠু, বীরমুক্তিযোদ্ধা টাইগার লোকমান, আব্দুল মান্নান, আব্দুস সাত্তার, আ: রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী দীর্ঘদিন যাবত দীর্ঘদিন যাবত রোগে ভূগতেছিলেন। নিজ বাসভবনে রবিবার রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। তিনি বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্য ছিলেন।
মুক্তিযুদ্ধে তার সাহসিক ভূমিকা ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের এমপি নাঈমুর রহমান দূর্জয়, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুস সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম মিয়া মিন্টুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।