শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড় সউবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

 রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা: খাগড়াছড়ির রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল কাদের এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি ২০২৩ সালে চাকুরি থেকে অবসরজনিত কারণে তাকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। ১৯৯২ সাল হতে দীর্ঘ প্রায় ৩০ বছর তিনি এ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সোমবার(৩০ জানুয়ারী) দুপুর ১২টায় অনুষ্ঠানটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো: হারুণ অর রশিদ সঞ্চালনায় স্কুল মাঠে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক(ভা:) মো: নুরুল হক গাজী।
প্রধান অতিথি থেকে বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রামেশ্বর শীল, রামগড় পৌরসভার পৌর মেয়র মো. রফিকুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক। এতে আরো বক্তব্য রাখেন- স্কুলের সহকারি শিক্ষক মো: রাসেদুল ইসলাম, মো: মনির হোসেন, সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু। পরে বিদায়ী প্রধান শিক্ষক(ভা.) আবদুল কাদেরকে উপহার তুলেদেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, পৌর মেয়র রফিকুল আলম কামাল, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রামেশ্বর শীল, ৯ম শ্রেণির ছাত্র চয়ন বৈষ্ণব ত্রিপুরার পক্ষে সাংস্কৃতিক সংগঠক ও রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমুখ ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype