
অনলাইন ডেস্ক : রাজশাহীর জনসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার দুপুর সোয়া ৩টার দিকে জনসভাস্থলে পৌঁছান তিনি।
রাজধাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) এই জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাকে জনসমুদ্রে পরিণত হয়েছে মাঠ।
সর্বসাধারণের জন্য জনসভাস্থল সকাল ৮টার পর খুলে দেওয়া হয়। সকাল থেকেই মিছিল নিয়ে মাদ্রাসা মাঠে প্রবেশের মূল গেটে হাজার হাজার নেতাকর্মীর জটলা দেখা যায়। একেক নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে পরিধান করেছেন নানা রঙের টি-শার্ট, গেঞ্জি, টুপি।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নেতাকর্মীরা মাঠে এসেছেন। বিভাগের আট জেলা থেকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এতে যোগ দিয়েছেন।