শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ঋষিকুম্ভ ও কুম্ভমেলার ২য় দিনে প্রচুর ভক্তবৃন্দের পদচারনা আয়োজনে ছিল , ধর্মীয় সংগীত প্রতিযোগীতা ও আলোচনা সভা ।

প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে কুম্ভ মেলার দ্বিতীয় দিনের সভায় সিটি কর্পোরেশনের মেয়ের বলেছেন যারা সম্প্রীতি নষ্ট করে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে বাঁশখালীতে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ মেলার দ্বিতীয় দিনের আলোচনা সভা গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ।

কুম্ভ মেলা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী । তিনি তার বক্তব্যে বলেন সব জায়গায় কিছু দুষ্ট লোক থাকে তারা আমাদের প্রতিষ্ঠিত সম্প্রীতিকে নষ্ট করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি । প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ।
আশীর্বাদক ছিলেন বাঁশখালী ঋষিদাম ও তুলসী দামের স্বামী সুদর্শানন্দপুরী মহারাজ। উদ্বোধন করেন হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী পরিমল চৌধুরী, সাধারণ সম্পাদক নিতে প্রসাদ দাস ,জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেব বিমল দেব,বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সহধর্মিনী মুক্তা সরকার ,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ,বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল দাস কালিপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ নমঃ শাহাদাত আলম কুম্ভ মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বরণ দাস অর্থ সম্পাদক তড়িৎ কুমার গুহ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদীপ কুমার গুহ সহ আরো অনেকেই ।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype