
প্রেস বিজ্ঞপ্তি : ভারত,বাংলা উপমহাদেশের প্রখ্যাত বৌদ্ধমনিষা,সাতকানিয়া-লোহাগাড়া-চন্দনাইশ ভিক্ষু সমিতির সভাপতি,সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি, ভান্ডারগাঁও তিরতন বিহারের আধুনিক রুপকার,সাহিত্য বিনোদ, ত্রিপিটক বিশারদ প্রয়াত পন্ডিত শ্রীমৎ পূর্ণানন্দ মহাথেরো’র ২৩তম স্মৃতিবার্ষিকী বিহার পরিচালনা কমিটি আয়োজনে নবশক্তি সংঘ ও গ্রামবাসী’র সার্বিক সহযোগিতায় প্রতিবছরের ন্যায় যথাযথ ধর্মীয় মর্যাদায় ভান্ডারগাঁও তিরতন বিহার প্রাঙ্গণে শনিবার (২৮ জানুয়ারি) সকালে অষ্ট পরিস্কারসহ সংঘদান, স্মৃতিচারন সভা অনুষ্ঠিত হয়েছে।
সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতি’র প্রধান উপদেষ্টা সৌম্য সারথি ভদন্ত শাসনমিত্র মহাথেরো’র সভাপতিত্বে প্রধান ধর্মদেশক হিসাবে ঢাকা মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের মহোদয় ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশ এর যুগ্ন সাধারন সম্পাদক প্রফেসর ড. উত্তম কুমার বড়ুয়া।
সভার শুরুতে পুজনীয় ভান্তের স্মৃতি চৈত্যতে পুষ্পার্ঘ্য দিয়ে সকলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট সমাজ হিতৈষী ডাঃ বিধান চন্দ্র বড়ুয়া ও বিশিষ্ট সংগঠক এপেক্সিয়ান মৃনাল কান্তি বড়ুয়া।
অনুষ্টানের প্রারম্ভে উদ্বোধনী দেশনা প্রদান করেন ভান্ডারগাঁও তিরতন বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরক্ষিত মহাথের ও উপাধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞামিত্র ভিক্ষু’র সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ ধর্মদেশনা পণদান করেন ভদন্ত বোধিরতন মহাথেরো, ভদন্ত প্রজ্ঞামিত্র থেরো, ভদন্ত জিনরতন থেরো ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্যাংকার প্রীতিশ রঞ্জন বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন এর মহাসচিব বাবু সীমাজু বড়ুয়া সীমান্ত,বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডেশ বাংলাদেশ এর সভাপতি ব্যাংকার বনরুপ বড়ুয়া অমি,প্রকৌশলী টিপু বড়ুয়া প্রমুখ।
কৃতজ্ঞতা প্রকাশ করেন বিহার কমিটির সাধারণ সম্পাদক কীর্তনিয়া অক্ষয় বড়ুয়া ওপঞ্চশীল প্রার্থনা করেন বাবু প্রমথ বড়ুয়া।
এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ,অতিথিবৃন্দ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ বহু পূণ্যার্থীগণ প্রয়াত পন্ডিত শ্রীমৎ পূর্ণানন্দ মহাথেরো’র প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বিভিন্ন সাংগঠনিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের ধর্মপ্রাণ উপাসক-উপাসিকাগণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।
অনুষ্টানে বক্তারা বলেন, আমরা পণ্ডিত অনেক দেখেছি, লেখকও অনেক দেখেছি, কিন্তু পাণ্ডিত্য ও সাহিত্য চর্চার বাইরে সমাজ মনস্কতা, সমাজ পরিবর্তনের আগ্রহ- এই সমন্বয়টা খুবই দুষ্প্রাপ্য। সেটি প্রয়াত পন্ডিত পূর্ণানন্দ মহাথেরো’র সাংঘিক জীবনের মধ্যে ছিল।
অনুষ্টানে পূজনীয় ভিক্ষুসংঘ ও অতিথিদেরকে পুস্প ও ক্রেষ্ট প্রদান করা হয় ।