শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

দারুণ সময় কাটিয়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার শুভমান গিল

অনলাইন ডেস্ক : ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক ভারত। এই সিরিজে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার শুভমান গিল। পুরো সিরিজে ব্যাটিংয়ে আলো ছড়িয়ে ৩৬০ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। যার সুবাদে সিরিজ সেরার মুকুটও নিজের করে নিয়েছেন ২২ বছর বয়সী এই তারকা।

তিন ম্যাচের সিরিজে ৩৬০ রান করে জাতীয় দলের সতীর্থ বিরাট কোহলির এক রেকর্ড ভেঙে দিয়েছেন আইপিএলে কলকাতার হয়ে খেলা এই ব্যাটার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল কোহলির দখলে। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮৩ রান করে এই নজির গড়েছিলেন তিনি। সেই রেকর্ডই কিনা গিল ভেঙে দিলেন মাত্র নয় দিনের মাথায়। শুধু তাই নয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড স্পর্শ করেন গিল।
ইন্দোরে মঙ্গলবার (২৪ জানুয়ারি) নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করে রেকর্ডটিতে বাবরের পাশে বসেন গিল। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রত্যেক ম্যাচেই শতরান করেছিলেন পাক অধিনায়ক বাবর। সেই সিরিজে তার মোট রান ছিল ৩৬০।

নিউজিল্যান্ডের বিপক্ষেও গিলের দুই সেঞ্চুরি ও একটি ৪০ রানের ইনিংসের কল্যাণে সংগ্রহ গিয়ে ঠেকে ৩৬০ রানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে গিল করেছেন যথাক্রমে ২০৮, ৪০ এবং ১১২ রান। দ্বিতীয় ম্যাচে গিল অপরাজিত থাকেন ৪০ রানে। তৃতীয় ম্যাচে করেন ১১২।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype