
নিজস্ব প্রতিবেদক : রাউজান উপজেলার আবুরখীল গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের পুত্রবধু ও পূর্বআবুরখীল তালুকদারপাড়া শান্তিময় বিহারের বিশিষ্ট উপাসক দানশীল ব্যাক্তিত্ব ভানুপ্রভা হোমিও দাতব্য চিকিসালয় ও দীনবন্ধু দাতব্য চক্ষু চিকিসালয় এর প্রতিষ্ঠাতা প্রয়াত সত্যেন্দ্রনাথ বড়ুয়ার সহধর্মীনী ও সাংবাদিক রতন বড়ুয়ার মমতাময়ী মাতা প্রয়াত মায়া রানী বড়ুয়ার আজ ১৫তম প্রয়ান দিবস । এ উপলক্ষে নিজবাড়িতে তার পরিবারের ছেলে মেয়ে পুত্রবধু নাতীনাতনীরা প্রয়াতের স্মৃতি মন্দিরে ফুল দিয়ে প্রার্থনার মাধ্যমে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন ।