
প্রেস বিজ্ঞপ্তি : ফটিকছড়ির হারুয়ালছড়ি¯’ শোকর-এ-মওলা মনজিলে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন তাওরাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা,বিশিষ্ট মাইজভাÐারী গবেষক ও লেখক, মাইজভাÐারী গাউছিয়া হক কমিটি,বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা- মেডিক্যাল সেন্টার হাসপাতালের অফিসার ডা. পঞ্চানন দাশ গুপ্ত, ইউনিয়ন ব্যাংক লিঃ ফকিরহাট শাখার ব্যব¯’াপক মোহাম্মদ আজম এবং পূবালী ব্যাংক লিঃ মানিকছড়ি শাখার ব্যব¯’াপক শফিউল আজিম সুমন। কোরআন তেলাওয়াত ও মাইজভান্ডারী কালাম এবং মিজান শাহরিয়ার নিশাতের স্বাগত বক্তব্যের পর অতিথিবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমানে ছাত্র এবং যুব সমাজকে চারিত্রিক, আধ্যাত্মিক, মানবিক তথা উপযুক্ত সুশিক্ষায় শিক্ষিত করার জন্যে একটি পরিবেশ দরকার। মাইজভান্ডারী আদর্শের আলোকে সেই পরিবেশ তৈরী করার একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম জ্যোতি ফোরাম। আওলাদে রাসূল, রাহবারে আলম মওলা হুজুর সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মঃ) কেবলা কাবার প্রতি আনুগত্য রেখে জ্যোতি ফোরাম মানবতার কাজে নিজেদের সোপর্দ করছে যা যুব সমাজের জন্যে অনুসরণীয়।”
অনুষ্টানে দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন নুরুল আনোয়ার, আবু শাহাদাত মোহাম্মদ সায়েম সুমন, মোহাম্মদ গোফরান উদ্দীন,রুপম মল্লিক বাবু, সজিবুল হাসান চৌধুরী, সাজিদুল হাসান চৌধুরী, ইঞ্জিঃ ইব্রাহীম,কামরুল হাসান চৌধুরী রাফি, হাসান লোকমান সহ আশেকানে হক ভান্ডারী শোকর এ মওলা মনজিল ও জ্যোতি ফোরামের সদস্যবৃন্দ।