সোমবার-১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

 রামগড়ে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড় উপজেলা খাগড়াছড়ি 

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা করোনাভাইরাস কারণে সীমিত পরিসরে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’’ এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। শিক্ষা, শান্তি, আদর্শের পতাকাবাহী প্রানের সংগঠন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ এর গৌরব ও সাফল্যের ১৪ বছর। আজ মঙ্গলবার (২৯সেপ্টেম্ববর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সংল্গন্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলার নেতাকর্মী বৃন্দ। পরে নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটার মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মশিউর রহমান আকাশ, জেলা কমিটি প্রচার সম্পাদক আফসার হোসেন, পৌর কমিটির সভাপতি শাহরিয়ার আরমান, সম্পাদক ইমরান হোসেনসহ উপজেলা ও পৌর শাখার দেবেন্দ্র ত্রিপুরা, ফাহাদ, রিয়াদ, তারেক, নাজমুল, জাবেদসহ নেতাকর্মী প্রমূখ। এ সংগঠনটি বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়ে তুলতে সব সময় মানুষের পাশে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন সময়ের দুর্যোগ মুহূর্তে বিশেষ করে বন্যাসহ নানা সামাজিক কাজে অব্যাহত রয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype