রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পাঁচ উইকেটে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে পাঁচ উইকেটে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। এর আগে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়েছিল নারী ক্রিকেট দল। এবার যুক্তরাষ্ট্রকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূরণ করলো বাংলাদেশের মেয়েরা।

বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে সক্ষম হয় যুক্তরাষ্ট্রের মেয়েরা। বাংলাদেশ প্রথম ব্রেকথ্রু পায় চতুর্থ ওভারে, দিশা বিশ্বাসের বলে ৫ রানে ক্যাচ দেন লাসিয়া মুলাপুড়ি। দ্বিতীয় উইকেট জুটি অবশ্য শিগগির ভাঙতে পারেনি বাংলাদশ।
দিশা ঢিংরা ও স্নিগ্ধা পাল দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ৫৭ রান। বড় জুটি গড়লেও দুজনই রান তুলেছেন ধীরগতিতে। দুজনকে টানা দুই বলে ফেরান দিশা। ৩৯ বলে ২০ রান করে ঢিংরা রানআউট হলে ভাঙে জুটি। ঠিক পরের বলে বোল্ড হন ৩৭ বলে ২৬ রান করা স্নিগ্ধা।

ধ্রিংলা ও স্নিগ্ধার বিদায়ের পর গীতিকা কোদালি ও ইসানি ভাঘেলার জুটিতে একশ ছাড়ায় যুক্তরাষ্ট্র। শেষ বলে ১৬ রানে মারুফা আক্তারের শিকার হন অধিনায়ক গীতিকা। ১৭ রানে অপরাজিত থাকেন ইসানি।

মারুফা ১ উইকেট নেন ৪ ওভারে ১৭ রান দিয়ে। তবে দিনে বাংলাদেশের সেরা বোলার ছিলেন অধিনায়ক দিশাই, ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।

জবাবে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২১ রানেই বিদায় নেন দুই ওপেনার আফিয়া প্রত্যাশা ও সুমাইয়া আক্তার। তবে স্বর্ণা আক্তার (২২) ও দিলারা আক্তার (১৭) মিলে সেই ধাক্কা সামাল দেন। অল্প লক্ষ্য হওয়ায় তাড়াহুড়ো করেননি তারা।

তাদের বিদায়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। পরে দিশা বিশ্বাস ১০ রানে আউট হলেও মিষ্টি সাহাকে নিয়ে বাকি পথে নিরাপদেই পাড়ি দেন রাবেয়া। দুজনে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ২৪ বলে ১৮ রান আসে রাবেয়ার ব্যাট থেকে। আর মিষ্টি করেন ১৪ রান। ১৭ ওভার ৩ বলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype